মাসুম বিল্লাহ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পৌর এলাকায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারী) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয় প্রাঙণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম, কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, ফিরোজ আহম্মেদ জুয়েল, রিংকু দাস, সৈমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন আক্তার ও করুনা রানী, মমতাজ বেগম রুবী, মেয়রের পিএস জসিম উদ্দিন।
বক্তৃতায় তারা বলেন, সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতে কষ্টে থাকা মানুষদের পাশে থেকে অসংখ্য কম্বল দিয়ে যাচ্ছেন। এটি প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন এলাকার হতদরিদ্র ৫শ ৫০জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সর্ম্পকিত খবর সমূহ..
September 14, 2024