কচুয়া বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনের লক্ষ্যে কচুয়া পাবলিক লাইব্রেরীতে বই প্রদা
বাগেরহাট জেলা প্রতিনিধি:
কচুয়ার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার“স্থাপনের লক্ষ্যে কচুয়া লাইব্রেরীতে বই প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল ১২ জানুয়ারী বুধবার সকাল ১১টায় কচুয়া পাবলিক লাইব্রেরীর হলরুমে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে কচুয়া পাবলিক লাইব্রেরীতে বই গুলো কচুয়া পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক সাবেক শিক্ষক ও সাংবাদিক সমীর বরন পাইকের হাতে তুলে দেন পাবলিক লাইব্রেরীর সভাপতি ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল।
কচুয়া লাইব্রেরীর সাধারন সম্পাদক, সাবেক শিক্ষক ও সাংবাদিক সমীর বরন পাইকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেকে উপস্থিত ছিলেন কচুয়া পাবলিক লাইব্রেরীর সভাপতি ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের স্বামী কাজি মেহতাব সায়াদ। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি তুষার রায় রনি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক মীর আওসাফুর রহমান মারুফ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কবি মো: নুরূল হুদা নুর (হাদি) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম বুলু, সাংবাদিক উজ্জল কুমার দাস।