সোনারগাঁয়ে ছোট্ট শিশুদের ঘুড়ি খেলার আয়োজন
ইয়াছিন মোল্লা (সোনারগাঁও প্রতিনিধি) ; নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘুড়ি খেলার আয়োজন করে প্রাইমারি লেভেলের ছোট্ট ছোট্ট ছেলেরা।সকাল ১০ঃ০০ থেকে শুরু হওয়া এই খেলা চলে বেলা ১২ পর্যন্ত।এই সব লাল এবং কালো, দুই দলে প্রায় ১০/১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।এই খেলা দেখতে আশপাশ থেকে ছুটে আসে প্রচুর দর্শক।তারা পুরো মূহুর্ত খেলাটি সুন্দর ভাবে উপভোগ করে।এবং অনেকে তাদের পরবর্তীতে আর্ধিক ভাবে সহযোগিতা করার ও প্রতিশ্রুতি দেয়।
এই সময় ছোট্ট ছেলেগুলো বলেন,আমরা অল্প অল্প করে টাকা জমিয়ে বন্ধুরা মিলে এই আয়োজন করি।আমরা সবসময় খেলাধুলার মাধ্যমে নিজেদের সকল প্রকার অপরাধ থেকে বিরত রাখতে চাই। পাশাপাশি বড়দের আনন্দ দিতে চাই।আমরা পড়াশোনার পাশাপাশি নিজের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে চাই।
এই খেলার ফলাফল অনুযায়ী,লাল দল পায় ১৬ পয়েন্ট এবং কালো দল পায় ২২ পয়েন্ট