শাহরিয়ার শাকিল
বড়লেখা সিলেট প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সামাজিক সংঘঠন পূর্ব সাতকরাকান্দি স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ পরষিদের আয়োজনে কৃতি ছাত্র/ছাত্রীদেরকে সংবর্ধনা এবং ৫নং দক্ষিণ শাহাবাজপুর ও ৬নং সদর ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য বৃন্দকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ জানুয়ারি) বেলা ৩ ঘটিকার সময় সংঘঠনের অস্হায়ী কার্যালয়ে আবু আহমেদের সভাপতিত্বে এবং শাকিল আহমেদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়ত করেন সংস্থার দায়ীত্বশীল সাইদুল ইসলাম সজল।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দিলদার হোসেন অপু, সাংবাদিক এস এম শাহরিয়ার শাকিল। বিজয় দাস, মিনাল দাস, দুলাল আহমেদ।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মন্নান মনা, ৬নং বড়লেখা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফজাল হোসেন আউয়াল, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাবুল আহমেদ, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য হুসনারা আক্তার সুমি।
বিশেষ অতিথির বক্তব্যে সংবাদিক শাহরিয়ার শাকিল বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষাই জাতির অগ্রগতি এ স্লোগানকে সামনে রেখেই আপনাদেরকে বেশি করে পড়াশুনা করতে হবে। সত্য কারের সোনার বাংলাদেশ গড়তে হলে প্রথমে ছাত্র সমাজকে সুন্দর করে গড়ে তুলতে হবে। মেধার রাজ্যে হতে হবে সবচেয়ে জ্ঞানী, পিতা মাতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রচুর পড়াশুনা করতে হবে। তার পাশাপাশি নিজের নীতি নৈতিকতাকে ও সুন্দর করতে হবে, ভালো চরিত্রবান বন্ধু বানাতে হবে। চরিত্রবান ছাত্র/ছাত্রীদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে।