মোঃ আল আমিন হোসেন বামনা বরগুনা প্রতিনিধি বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ভাইজোড়া গ্রামের অসহায় দিনমজুর খলিল হাওলাদারের ৫ টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র। গত ১৩ জানুয়ারী ২০২২ ইং তারিখ বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১ টা থেকে ৩ টা এর যে কোন সময়ের মধ্যে গরুগুলো গোয়াল ঘরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায়।যার আনুমানিক বাজার মুল্য ২ লক্ষ ৫০হাজার টাকা। পরের বাড়িতে দিনমজুরী করে এবং এনজিও কিস্তির টাকা তুলে এতোদিনের লালিত স্বপ্ন চুরমার করে দিয়ে গরু ৫ টি নিয়ে পালিয়ে যায় চোরেরা। খলিলের স্ত্রীর এবং মায়ের কান্নায় আকাশ বাতাস যেন ভারি হয়ে যাচ্ছে। এ যেন কোন মৃত্যু ব্যক্তি চলে যাওয়ার করুন আর্তচিৎকার। স্ত্রী বার বার মুর্ছা যায় আর শূন্য গোয়াল ঘরের কাছে দৌড়ে আসে তারা। বারবার দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় গরু ৫ টি ফিরে পাওয়ার আশায় । প্রশাসনের কাছে এর খুজে দেয়ার দাবী জানিয়েছে ভুক্তভোগী পরিবার। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা বরাবর একটি আবেদন করেছে গরুগুলো খুঁজে পাওয়ার জন্য। দোষীদের দ্রুত চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে অসহায় দিনমজুর খলিল হাওলাদারের মত আরো অনেকর ই কাঁদতে হবে প্রতিটি মুহূর্ত।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024