লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক মুক্ত খবরের সহকারী সম্পাদক ও কালের নতুন সংবাদের প্রধান সম্পাদক এ কে এম শামসুল হক রেনুর স্মরনে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল রাত ৮ঘটিকায় কালের নতুন সংবাদের কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি রন্জন মোদক রনির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব রাখেন দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মোঃ আনোয়ারুল ইসলাম ভুইয়া, মর্নিংগ্লোরির জেলা প্রতিনিধি ফাইজুল হক গোলাপ, আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, বাংলা নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম খাইরুল, ওয়েপ এর নির্বাহিক পরিচালক ও আলোকিত সময়ের জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান রিপন, এ ছাড়াও উপস্হিত ছিলেন সাংবাদিক মরহুম একে এম শামসুল হহক রেনুর ছেলে এজাজুল হক তানিম দৈনিক শতাব্দীর কণ্ঠের বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার, সাপ্তাহিক শুরুকের নির্বাহিক সম্পাদক সাইফুল্লাহ সাইফ, ঢাকার ডাকের জেলা প্রতিনিধি মস্তুফা শাওন, এটি এন বাংলার ক্যামেরা পার্সন নাঈম, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক মোঃ সোহেল রানা, বিশ্ব মাচিত্রের জেলা প্রতিনিধি ও কালের নতুন সংবাদের সহকারি সম্পাদক মোঃ মাসুদ মিয়া, পবিত্র কোরআন তেলোয়াত ও মুনাজাদ পরিচালনা করেন কালের নতুন সংবাদের সাহিত্য সম্পাদক সাদেক আহম্মেদ দোয়া মাহফিল ও অনুষ্টানটি পরিচালনা করেন কালের নতুন সংবাদের সম্পাদক ও প্রকাশক খায়রুল ইসলাম। এছাড়াও প্রিন্ট ও ইলেকটনিংক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সর্ম্পকিত খবর সমূহ..
September 14, 2024