মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা::
বৈশিক মহামারী করোনাকালীন সময়ে ফসল উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বর্তমান করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার শহর সংলগ্ন মোজাজফার গার্ডেনে টাটা ক্রপ কেয়ার কোম্পানীর প্রথম বর্ষ পুর্তি উৎসব উপলক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ নুরুল ইসলামের সভাপতিতে সেমিনার উদ্বোধন করেন ঢাকা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির পরিচালক মোঃ জাহিদুল আমিন। সস্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরেজমিন উইং প্রাক্তন পরিচালক কৃষিবদ চৈতন্য কুমার দাশ। এসময় বক্তব্য রাখেন খুলনার কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ ফজলুল হক , যশোর কৃষি স¤প্রসারণ কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, দীপক কুমার রায়, সুব্রত কুমার চক্রবর্তী, অনুজ কুমার রায়, আজিজুর রহমান, আমজাদ হোসেন, সাতক্ষীরা বিএডিসির কর্মকর্তা মনোয়ার হোসেন খান, বিএফএর সাতক্ষীরা জেলা সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু, ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হাসেন,তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম,অমল কুমার, ইকবল হোসেন,,ব্যবসায়ী নারায়ন চন্দ্র সাধু, টাটা ক্রপ কেয়ার কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টের কেশব সাধু । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পনীর সেলস মাকেটিং মানেজার প্রধান আমিরুল আলম। ম্যানেজিং ডিরেক্টের কেশব সাধু তার স্বাগত বক্তব্যে বলেন তালার প্রত্যন্ত অঞ্চলর এ কোম্পানি জেলার চাহিদা পূরণ করে ১৮টি পোডাক্ট বাংলাদেশের ৪৪টি জেলার মানুষের কাছে পৌছে গেছে। এ কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্য তিনি নিজে লাভবান হওয়ার জন্য নয় দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করা, বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করা।
সর্ম্পকিত খবর সমূহ..
September 9, 2024