

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এবং মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহাজান সিরাজ (৭৮) আর নেই। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) আসরের নামাজের পর ঝড়ুখামার ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। মরহুম শাহাজান সিরাজ দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি ছিলেন এলাকার জনপ্রিয়, মানবিক ও নিবেদিতপ্রাণ জননেতা। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে