লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার (২৫-জানুয়ারি) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে অসহায় ও এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এবং
মাধবপুরের বিভিন্ন মাদ্রাসার ৫০ জন এতিম ও অসহায় ছাত্রদের কে শীতবস্ত্র দেয়া হয়েছে।
প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান জানান, মাধবপুর উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বল গুলো তারা এতিম শিশুদের মাঝে বিতরন করে দেন এ সময় উপস্থিত ছিলেন, মাধবপুর প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান, সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সিনিয়র সাংবাদিক আয়ুব খাঁন মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হীরেশ ভট্রাচার্য্য হিরো, অলিদ মিয়া, বাজীব দেব বায় রাজু, মিজানুর রহমান অনিক , কে এম সামসুল হক,বিল্লাল খান, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক লিটন পাঠান, একরামুল আলম লেবু, ইলিয়াস কাঞ্চন তানহা প্রমুখ।
মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি বলেন, অন্যর হাসিতে হাসে দুঃখ বুঝে দুঃখী মানুষের পাশে থাকতে পারাটাই হয়তো ভাগ্যের ব্যাপার। সমাজের ক’জন মানুষের সে ভাগ্য হয়। সবাই রাষ্ট্র, সমাজ, পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। অথচ অসহায়, দরিদ্র ও রোগাক্রান্ত মানুষের মুখে একঝলক হাসি দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে কিছু মানুষের অন্তর। রাতের শান্তির ঘুমটা বিসর্জন দিয়ে দীপ্ত আলোর নিশান হাতে বার বার তারা ছুটে যান দুঃখী মানুষের পাশে। তারা ভাবেন মানবসেবা করার জন্যই হয়তো এই পৃথিবীতে তাদের আগমন ঘটেছে।