মাসুদ রানা জেলা প্রতিনিধি গাজীপুর
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুর সিটির সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম অনেক দিন পর আজ জনসমক্ষে এসেছিলেন। একটি মামলার খোঁজ নিতে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। জাহাঙ্গীর আলমের আগমনের খবরে আদালতে বিপুল সংখ্যক সমর্থক আদালত এলাকায় হাজির হন।
এসময় জাহাঙ্গীর আলম বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে। মিথ্যা দিয়ে যেন কাউকে হয়রানি করা না হয়। শুধু আমি নই, কোনো সাধারণ মানুষকেও যাতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি না করা হয়। দেশে আইনের শাসন চলছে। যারা যেটাই করে যেন জেনেশুনে সঠিকটা করে। লাখ লাখ মানুষ আমাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছে। সে হিসাবে আমি বলবো নিরপরাধ একজন সাধারণ নাগরিকও যাতে কোনো মিথ্যার শিকার
না হতে হয় বা, হয়রানি না হতে হয় এটাই আমার প্রত্যাশা।
আতিকুর রহমানের দায়ের করা ১০০ কোটি টাকার মানহানির সিআর মামলায় পুলিশের রোববার প্রতিবেদন জমা দেয়ার তারিখ ছিল। এখনো এই মামলায় জাহাঙ্গীর আলমকে সমন জারি বা তার বিরুদ্ধে অন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। আদালত আগামী ৩০শে মার্চ প্রতিবেদন জমার তারিখ ধার্য করে।