সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা জবেদ আলীকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের দুই ভাতিজার বিরুদ্ধে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে জবেদ আলীর জমিতে এ ঘটনা ঘটে। জবেদ আলী কচাকাটা থানার কেদার ইউনিয়নের বালাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, জবেদ আলীর সঙ্গে তার দুই ভাতিজার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলের দিকে জবেদ আলী জমিতে বোরো ধানের চারা রোপণের জন্য গেলে তার দুই ভাতিজাসহ বাড়ির লোকজন জবেদ আলীকে এলোপাতাড়ি লাঠি দিয়ে পেটাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে অভিযোগ পেলেই মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।