মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁওয়ে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁও জেলায় আবাসিক ফুটবল প্রশিক্ষণ অনুর্দ্ধ-১৫ এর উদ্বোধন করা হয়। ৫ ফেব্রুয়ারি শনিবার মথুরাপুর পাবলিক হাই স্কুল মাঠ প্রাঙ্গনে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি ডিএফএ’র সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া। ঠাকুরগাঁও
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসার মো: রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, রোড ডিগ্রী কলেজের শিক্ষক আরিফ আলী, ক্রীড়া ব্যক্তিত্ব আফজালুর রহমান, মথুরাপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিরুল ইসলাম, প্রশিক্ষনের কোচ খায়রুল বাশার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, আসাদুল্লাহ, ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, সহকারী কোচ, প্রশিক্ষণে অংশগ্রহনকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। ৫ দিন ব্যাপী এ আবাসিক ফুটবল প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার মোট ২৪ জন ক্ষুদে খেলোয়াড় অংশ নেন।