রাম বসাক, শাহজাদপুর( সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, এতে সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ডক্টর মাজহারুল ইসলামের সুযোগ্য সন্তান জনাব চয়ন ইসলাম বিনা প্রতিন্দন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। উক্ত সম্মেলনে এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু সর্বোচ্চ ১৭৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বি শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী ১৬২ ও মুস্তাক আহমেদ ৮১ ভোট পেয়েছেন।
এদিন সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল হোসেন
প্রধান অতিথি বক্তব্য বলেন, বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বের ভূয়সী প্রসংশা করেছেন। আর খালেদা জিয়ার শাসন আমলে লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। তারা লবিস্ট নিয়োগ করে র্যাবের ভাবমূর্তি নষ্টে মরিয়া হয়ে উঠেছেন। জনগণ তাদের এ ষড়যন্ত্র কোন দিনও মেনে নিবে না।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, সদস্য পারভীন জামান কল্পনা,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,সিরাজগঞ্জ-২(সিরাজগঞ্জ আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডা: আব্দুল আজিজ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আবু ইউসুফ সুর্য্য প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.কে এম হোসেন আলী হাসান। শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক এমপি চয়ন ইসলাম,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড.সাজ্জাদ হায়দার লিটন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট বিমল দাস,শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাদ রহমান প্রমূখ।
বিকেলে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলরগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাধারন সম্পাদক নির্বাচিত করেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর উক্ত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে শফিকুর রহমান শফি, সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা ও যুগ্ম-সাধারন সম্পাদক পদে মনির আক্তার খান তরু লোদী, মুস্তাক আহমেদ ও আব্দুল ওয়াদুদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল হোসেন। এদিকে, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা শহরে বিভিন্ন নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনে রঙিন ভাবে সেজেছিল বিভিন্ন রাস্তাসহ শাহজাদপুর সরকারি কলেজ মাঠ। এ সম্মেলন সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।