

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগন্জ, ধর্মপাশা, মধ্যনগর এলাকাসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট নারী নেত্রী সালমা নজির। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণভাবে সারাদেশে দুর্গোৎসব উদযাপিত হবে।বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অন্যতম এক স্থান।এখানে সকল ধর্মাবলম্বী মানুষ উৎসবে আনন্দে, ধর্ম বর্ন নির্বেশেষে উদযাপন করেন। এ উৎসব যেন বাংলাদেশে আনন্দ, শান্তি ও ঐক্য বয়ে আনে—এই কামনা করি।’ তিনি আরও বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দেশে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে পারস্পরিক সৌহার্দ্য ও সব ধর্মের মানুষের সহযোগিতার মাধ্যমে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার এই ঐতিহ্যই বাংলাদেশের অন্যতম বড় শক্তি, আর এটিকে অবশ্যই রক্ষা করতে হবে।’ ‘সব সময়ই কিছু লোক থাকে, যারা রাজনৈতিক স্বার্থে আমাদের বিভক্ত করার চেষ্টা করে। ধর্মীয় উৎসবের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এসব প্রচেষ্টা কেবল লজ্জাজনকই নয়, বাংলাদেশের মৌলিক মূল্যবোধের ওপরও আঘাত। স্বৈরশাসনের পতনের পরও এ ধরনের ষড়যন্ত্র বন্ধ হয়নি, এ কারণেই আমাদের সতর্ক থাকতে হবে এবং যেকোনো প্ররোচনার বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে।’ দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিএনপি ও এর সব অঙ্গসংগঠন প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ধর্মীয় সম্প্রীতির যে চেতনা জাতিকে সংজ্ঞায়িত করে, তা নষ্ট করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর স্পষ্ট ও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন সাবেক এমপি প্রয়াত নজির হোসেন এর সহধর্মিণী এমপি প্রার্থী সালমা নজির।