চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নয়ন ঘোষ ঃ
দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরি দেয়ার নামে লাখ লাখ টাকা নিতো প্রতারক চক্র। টাকা দিয়ে ভুয়া নিয়োগপত্র দিত তারা। এই প্রতারক চক্রের এক সদস্য চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোরক্ষনাথপুর গ্রামের মো. তোফাজ্জল হকের ছেলে শের মোহাম্মদকে(৫২) আটক করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে শনিবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে তাকে আটক করা হয়৷ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের গোরক্ষনাথপুর গ্রামের নুর স্টোরের সামনে থেকে শের মোহাম্মদকে সেনাবাহিনীতে চাকুরির একটি ভুয়া নিয়োগপত্রসহ আটক করা হয়েছে। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, আটককৃত শের মোহাম্মদ একজন প্রতারক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেয়ার আশ্বাস দেন এবং ভুক্তভোগীর কাছ হতে ছয় লাখ টাকা নেন, কিন্তু শেষ পর্যন্ত চাকুরী দিতে ব্যর্থ হয়। এমনকি তিনি ভূক্তভোগীকে একটি ভূয়া নিয়োগপত্রও দিয়েছিলেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শের মোহাম্মদ জানায়, দীর্ঘদিন ধরে সে অনেকের সাথে এমন প্রতারণা করেছে। তার প্রতারনার শিকার হয়ে আরও তিনজন আঠার লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়৷