মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার। বাংলাদেশ কৃষকলীগের কক্সবাজার সদর ও নবগঠিত ঈদগাঁও উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ৭ ফেব্রুয়ারী বিকালে চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। জাতীয় সঙ্গীত ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করেন কক্সবাজার জেলা কৃষকলীগ সভাপতি রশিদ আহমদ। কক্সবাজার সদর উপজেলা কৃষক লীগ আহবায়ক সেলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে এবং ঈদগাঁও উপজেলা কৃষকলীগ আহবায়ক আবছার কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এড. উম্মে হাবিবা, সহ- আইন সম্পাদক এড. রাবেয়া হক, জাতীয় পরিষদ সদস্য মোতালেব হোছাইন বাবুল, সাবেক সদস্য এমএ হাশেম প্রমুখ। পরে এ দুই উপজেলায় কৃষকলীগের নেতৃত্ব নির্বাচন করা হয়।
সর্ম্পকিত খবর সমূহ..
September 7, 2024