মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলীর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে প্রশাসন। মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক তিন-তিনবারে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলী (৬৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (০৮ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হ্রদরোগজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে মোঃ আল মামুন জানান, হ্রদরোগজনিত নানারোগে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার দুপুর ৩ টায় আমতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে তাকে রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা, মাটিরাঙ্গা থানা পুলিশ,মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দরা। তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলী।সেনাবাহিনীর চাকরি শেষে অবসর নেন তিনি।এছাড়া তিন-তিনবারের মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি। এদিকে, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও নেতৃবিন্দুসহ স্থানীয়রা। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,রাজনৈতিক,সংগঠনেরপক্ষ থেকেও তার মৃত্যুতে শোক জানানো হয়েছে।