রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের অদূরে সন্ধারই চৌরাস্তা মহাসড়ক সংলগ্ন মাঠে মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি বিকালে এক ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সেলিনা জাহান লিটা। প্রকৌশলী মাহবুব আলমেরর সভিপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা,আ’লীগ নেতা ও সাংবাদিক আনিসুর রহমান বাকী, নন্দুয়ার ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, নন্দুয়ার ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক আনিসুর রহমান প্রমুখ। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলার ফলাফলে সন্ধারই লাল সবুজ সংঘকে হারিয়ে বনগাঁও বসুন্ধারা ক্লাব বিজয়ী হন।
সর্ম্পকিত খবর সমূহ..
September 10, 2024
September 10, 2024
September 10, 2024