ঈদগাঁও প্রতিনিধি (কক্সবাজার)। ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে শাহীন জাহান চৌধুরী সভাপতি নির্বাচিত হয়েছে। আজ সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে নির্বাচন কর্মকর্তা মাষ্টার মোঃ শফিউল আলমের তত্ত্বাবধানে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোট ১১ ভোটের মধ্যে শাহীন জাহান চৌধুরী ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পক্ষে ভোট পড়ে ৪। একজন ভোটার অনুপস্থিত ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। ম্যানেজিং কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডুলাহাজারা কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাহরিয়ার আল শাপলা। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সদস্য সচিব( বিধি মোতাবেক) প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য পদে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মজিদ খাঁন, ইউনিয়ন উপ- সহকারী কৃষি কর্মকর্তা শিখা ছেত্রী, মাষ্টার বদিউর রহমান, যুবলীগ নেতা মিজানুল হক, ব্যবসায়ী রফিকুল ইসলাম, জালালাবাদ ইউপি মেম্বার মোক্তার আহমদ ও শাহনাজ শারমীন দিবা। সরকারী নির্দেশনা ও বিধি মেনে নিয়মাতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনত্তোর এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের অর্জিত সুনাম, গৌরব, আস্থা ও বিশ্বাসের মর্যাদা নতুন ম্যানেজিং কমিটির নেতৃত্বে উত্তরোত্তর বৃদ্ধি পাবে ।
সর্ম্পকিত খবর সমূহ..
September 10, 2024
September 10, 2024
September 10, 2024