

বিপ্লব তালুকদার নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত চলনবিল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমন, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কিশোর গ্যাংয়ের কার্যক্রম প্রতিরোধে বিশেষ নজরদারি চালানোর বিষয়ে আলোচনা হয়। এছাড়া, সভায় সিদ্ধান্ত নেওয়া হয়— সিংড়ার হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল জোরদার করা হবে।স্কুল-কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মনিটরিং বাড়ানো হবে। মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে।গ্রামীণ এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে গ্রামপুলিশ ও স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হবে। সভায় উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে সিংড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।