মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধি, বগুড়ার শেরপুরের আন্দিকুমড়া গ্রামে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় থানা পুলিশ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে দুলাভাই শাহীন আলমকে (২৩) আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের রাজমিস্ত্রি সোলায়মান আলীর সঙ্গে পাশের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ের গত দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই একই গ্রামের স্বামীর দুলাভাই শাহীন আলম ওই গৃহবধূকে নানাভাবে উত্যক্ত করে আসছে। এমনকি কু-প্রস্তাবও দেওয়া হয় তাকে। কিন্তু লম্পট দুলাভাইয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় মনে মনে ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত ০৮ ফেব্রুয়ারি দুপুর ১২ দিকে বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে দুলাভাই শাহীন আলম তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে থানায় মামলা নেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সর্ম্পকিত খবর সমূহ..
September 14, 2024