বাঘারপাড়া উপজেলা প্রতিনিধিঃ রাজনৈতিক প্রতি হিংসার শিকার হয়ে গতকাল রাত আনুমানিক ১ টার সময়ে যশোর নড়াইল মহাসড়কের জামদিয়া ইউনিয়নের ভাংগুড়া বাজারে দূবৃত্তদের হামলায় কামাল হোসেন মিলনের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেই। এলাকাবাসির খবর পেয়ে ঘঁটনাস্থলে নড়াইল ও বাঘারপাড়ার ফায়ার সার্ভিস টিম এসে যৌথ ভাবে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ব্যবসা প্রতিষ্ঠানে থাকা সিমেন্ট,সার,কীটনাশক,ডিজেল ও মূদি মালামাল সহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। এ বিষয়ে বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ পরিবার জানায়,দীর্ঘদিন ধরে একটি মহল রাজনৈতিক ইস্যু নিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমরা প্রশাসনের কাছে ্এর সুষ্ঠ বিচার দাবি করছি এবং কারা এর হামলার সাথে জড়িত প্রশাসন যেন সেটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি মিলন হোসেনের ছোট মেয়ে ভাবনা আরো জানায়, গত ২৮ নভেম্বর ২০২১ এর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক ইস্যু নিয়ে মারামারি হয় এতে আমার আব্বুকে প্রসাশনিক ভাবে বিরোধী পক্ষের মাধ্যমে হেনস্তার শিকার হতে হয়। তারই জের ধরে বিরোধী পক্ষ আমার আব্বুর নামে মামলা করলে গত ৭ ফেরুয়ারী মামলার শুনানিতে গেলে জামিন না দিয়ে আব্বুকে কোর্ট পুলিশ আটকে দেয়। এরই ভিতর আবার পরিকল্পিত ভাবে আমাদের বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানে বড় ধরনের বিপদ আসে।