তাহিরপুর প্রতিনিধি সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের টুকেরগাঁও গ্রামে স্থানীয় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গ্রামের দরিদ্র ২০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র ও চাদর বিতরণ করা হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের জননন্দীত জননেতা পরোপকারী সদা হাস্যউজ্জল উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও বর্মন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ভবতোষ বর্মন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, স্বপন কুমার বর্মন, ইনকাম ট্যাক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সুধীর চন্দ্র বর্মন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সজল কান্তি সরকার প্রমুখ। উল্লেখ্য, সম্প্রতি তাহিরপুর উপজেলার দঃ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্যকে ভোট না দেওয়াকে কেন্দ্র করে টুকেরগাঁও গ্রামে হামলা চালিয়ে একই পরিবারের ৪ জনকে আহত করে পরাজিত প্রার্থীর লোকজন।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024