ডোমারে অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির শুভ উদ্বোধন
মোঃ সাইদুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচির আওতায় নীলফামারীর ডোমার উপজেলায় অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচি শুরু করা হয়েছে।
আজ শনিবার (১২-ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভেন্সী পাড়া হতে ৩নং ওয়ার্ড গাংগার মোড় পর্যন্ত মাটি কেটে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাসেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন,হরিনচড়া ট্যাগ অফিসার রেজাউল ইসলাম, ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) আজিজুল ইসলাম,মাহবুব আলম, তরিকুর ইসলাম, লুৎফর রহমান, মহিলা সদস্য প্রতিমা রানী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ। ২০২১-২২ অর্থ বছরে প্রথম পর্যায়ে ৪০ দিনের ইজিপিপি কর্মসূচিতে কাচাঁ সড়কে মাটি কাটার কাজে উপজেলার ১০ ইউনিয়নের অতি দরিদ্র উপকারভোগীরা এই কাজে সুযোগ পেয়েছে।
তারা প্রতিদিন ৪ শত করে ৪০ দিনে মোট ১৬ হাজার করে টাকা পাবেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই কাজ বাস্তবায়ন করেছে।