নাটোর বিশেষ প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পার্বতীপুর গামী উত্তরা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রোববার (১৩ ফ্রেব্রুয়ারি) বিকেলে উপজেলার আব্দুলপুর জংশন স্টেশনের রেল সংযোগে স্থলে এঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানান, ট্রেনটি রাজশাহী থেকে এসে ইঞ্জিন কেটে লাইন পরিবর্তনের সময় সিংগনাল না থাকায় আকস্মিক ব্রেক করলে ট্রেনটি লাইন থেকে পড়ে যায়। ট্রেন চালক শহীদুল আলম বলেন, আমি টয়লেট থাকা অবস্থায় আমার সহকারী ট্রেন চালাচ্ছিলেন। কিভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে আমার সহকারী বলতে পারবেন। আব্দুলপুর স্টেশন মাষ্টার ইমদাদুল আলম বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুরে এসে ইঞ্জিন কেটে আসার সময় সিগনাল অমান্য করে আসার সময় ট্রেন লাইনচূত হওয়ায় ৫ টির দুইটি লাইন বন্ধ রয়েছে। এতে ট্রেন চলাচলে সামন্য বিঘ্ন ঘটলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।