মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁওয়ে করোনা টিকা গ্রহনে প্রচারাভিযানে বিনামূল্যে রেজিষ্ট্রেশন ও টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন ভূমি অফিস মাঠ প্রাঙ্গনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠানে রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, বিশেষ অতিথি সদর উপজেলা হেলথ ইন্সপেক্টর সৈয়দ ফেরদৌস আকতারুজ্জামান, প্রেসকাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র এপিসি শামীম হোসেন প্রমুখ। এ সময় সংস্থার উন্নয়ন কর্মী শাহীন হোসেন, ঝর্না বেগম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, শিক, মাওলানা, ইমামসহ বিভিন্ন পেশার ৩ শতাধিক মানুষের মাঝে করোনা প্রতিরোধে বিভিন্ন সামগ্রী, চাবির রিং বিতরন করা হয়। শেষে তাৎক্ষনিকভাবে রেজিষ্ট্রেশন করে বিনামূল্যে ৩ শতাধিক মানুষকে টিকা প্রদান করা হয়।
সর্ম্পকিত খবর সমূহ..
September 5, 2022