মোঃ সিফাত হোসেন, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে ৮ দিন যাবৎ অবস্থান নিয়ে অনশন করছেন এক তরুণী মুক্তা রানী (২৩)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের অনিল সরকারের ছেলে অসিম কুমার সরকারের সাথে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের সুভাষ হালদারের তরুণী কন্যা মুক্তা রানীর সাথে ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে তা অনৈতিক সম্পর্কে গড়ায়। প্রায় দু’বছর যাবৎ প্রেমিকা তরুণী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে দূর্ত অসীম সরকার নানা টালবাহানার পর গা ঢাকা দেয় এবং সকল যোগাযোগ বন্ধ করে দেয়। অবশেষে নিরুপায় হয়ে প্রেমিকা মুক্তা রানী গত ৭ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে প্রেমিক অসিম সরকারের মুরাদিয়া গ্রামের বাড়িতে এসে অবস্থান নেয়। মুক্তা রানী বলেন, প্রেমিক অসিমের সাথে বিয়ে ছাড়া আমার লাশ যাবে। কোন প্রকার চাপে ফেলে আমাকে এঘর থেকে নামাতে পারবে না। মুক্তা রানীর মা শেফালী রানী অভিযোগ করে জানান, তার মেয়ে বিয়ের দাবিতে প্রেমিক অসিম সরকারের বাড়িতে অবস্থান করছে। অসিমকে তার প্রভাবশালী পরিবার আত্মগোপনে রেখে মিমাংসার নামে মা ও মেয়ের ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করছে। কয়েকটি সাদা কাগজে মুক্তা রানীর জোড়পূর্বক স্বাক্ষরও নেয়া হয়েছে বলে ফোনে জানতে পেয়েছি। এ রিপোর্ট লেখা সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মুরাদিয়া ইউপি চেয়ারম্যান, লোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গনমান্যদের মিমাংসা বৈঠক চলছে। মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পরিবারের সম্মতিতে মিমাংসার উদ্যোগ নেয়া হয়েছে। তবে অভিযুক্ত ছেলে অনুপস্থিত থাকলে মিমাংসার সম্ভাবনা নেই। দুমকী থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও কোন কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্ম্পকিত খবর সমূহ..
September 10, 2024
September 10, 2024
September 10, 2024