মাসুম বিল্লাহ বগুড়া জেলা প্রতিনিধি, বগুড়ার শেরপুরে বাসচাপায় ৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক সাইফুল ইসলামকে (৬৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১২)। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার একতা হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন (র্যাব-১২) এর অধিনায়কের কার্যালয়ের (সিরাজগঞ্জ) মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মোস্তাফিজুর রহমান।বাসচালক সাইফুল ঢাকা সাভারের বেগুনবাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানে আলম। গত ২৬ জানুয়ারি (বুধবার) বিকেলে শেরপুরের মির্জাপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা উপজেলার ছোনকার উদ্দেশ্যে রওনা দেয়। অটোরিকশাটি উপজেলার রাজাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা থেকে বগুড়াগামী) হানিফ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বাস চালক সাইফুল। নিহতরা হলেন-বগুড়া ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের ২৫ বছর বয়সী হৃদয় হাসান ও তার স্ত্রী ২১ বছর বয়সী সাথিয়া খাতুন। নিহত অন্যরা হলেন-শেরপুর উপজেলার চোমরপাথালিয়া গ্রামের ৩৫ বছর বয়সী আনোয়ার হোসেন, একই গ্রামের ২৫ বছর বয়সী আব্দুল রহীম, বগুড়া শাজাহানপুর উপজেলার ডেমাজানি পালপাড়া গ্রামের বাসিন্দা ৪২ বছর বয়সী নীল রতন পাল ও অটোরিকশা চালক শেরপুর উপজেলার ধড়মোকাম গ্রামের ৫৫ বছর বয়সী বাবলু প্রামাণিক। এ ঘটনায় বুধবার (২৬ জানুয়ারি) রাতেই নিহত অটোরিকশা চালকের ছেলে মো. সেলিম বাদী হয়ে শেরপুর থানায় সড়ক পরিবহন আইন মামলা করেন। মামলায় হানিফ পরিবহনের ঐ বাসের চালককে আসামী করা হয়। একই সঙ্গে র্যাব-১২ এর কাছে লিখিত অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। র্যাব কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফ পরিবহনের চালক সাইফুলকে গ্রেফতার করা হয়। তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।