লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃকিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।গ্রেফতার মাদক কারবারি আরিফুল ইসলাম ওরফে মিজান(২৮) হবিগঞ্জ জেলার মাধ:বপুর উপজেলার ফরকি এলাকার মৃত আ. কদ্দুছের ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করেন, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম. শোভন খান।বুধবার, ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিঠামইন উপজেলার গোপদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।এ ব্যাপারে মিঠামইন থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সর্ম্পকিত খবর সমূহ..
September 7, 2024