এস এম সোহেল গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জের ৬টি অবৈধ ইটভাটাসহ কয়েকটিতে অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনভর পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় সদর পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন না থাকায় ৬টি ইটভাটা থেকে ৩৬ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। এর মধ্যে পলাশবাড়ীর নারায়নপুর এলাকার এম.এস.এ ইটভাটাসহ কয়েকটিতে ৭ লাখ; গোবিন্দগঞ্জের নারিচাগাড়ী এলাকার এম.এল.বি; সাহাপুর এলাকার এবি ব্রিকস; শ্রীমুখ এলাকার একতা ব্রিকস; মালঞ্চা গ্রামের এ.এম.বি; নাকাই এলাকার এম.এস.এন ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও তিনটি ইটভাটা আংশিক ভেঙ্গে দিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটায় আগুন নিভানো হয়। অপর একটি ইটভাটা মালিকের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়।এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. রাইহান হোসেন, গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক মোঃ এনামুল হক প্রমুখ। পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ইট-ভাটাগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় জরিমানা আদায় ও বন্ধ করা হয়েছে।তারা আরও বলেন এ অভিযান চলমান অব্যাহত থাকবে।
সর্ম্পকিত খবর সমূহ..
September 14, 2024
September 14, 2024