ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী বাজার সংলগ্ন পাতাবাড়ী এহয়াঁউস সুন্নাহ মহিলা হিফজখানার শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীদের সদস্য উখিয়া উপজেলা পরিষদের মান্যবর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে পাওয়া শীতবস্ত্র আমরা পৌঁছে দিয়েছি কুরআনের শিক্ষার্থীদের কাছে। উখিয়ার ব্যাতিক্রমধর্মী প্রতিষ্ঠান এহয়াঁউস সুন্নাহ মহিলা হিফজখানার শিক্ষার্থীরা কুরআন হিফজ করে রেহালের উপর কুরআন রেখে।নেই কোন ডেক্স ব্যবস্থা!আবাসন ব্যবস্থা উন্নত করা জরূরী।কুরআন হিফজের পাশাপাশি আধুনিক শিক্ষায় ও শিক্ষিত করা হয় শিক্ষার্থীদের। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে চেয়েছিলাম ওনাদের প্রয়োজনের কথা। কুরআন পড়ার ডেক্স,হোয়াইট বোর্ড,শিক্ষা উপকরণ, আবাসন ব্যবস্থার উন্নয়ন এভাবে অনেক প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন আমাদের কাছে। স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সহযোগিতা করার সাধ থাকলেও সাধ্য নাই আমাদের।তারপরেও যতটুকু পারি সহযোগিতা করার আশ্বাস দিয়ে এসেছি। উপজেলা প্রশাসন,ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ,সমাজের দানশীল মহৎপ্রাণ মানুষগুলো এগিয়ে আসলে ওনাদের কুরআন শিক্ষার কার্যক্রমটি চমৎকারভাবে চালিয়ে যেতে পারবে। কুরআনের আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র। ২ টাকায় শিক্ষা ফাউন্ডেশনের সাথেই থাকুন।
সর্ম্পকিত খবর সমূহ..
September 14, 2024
September 14, 2024