মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ৪৮০ ক্যান রেড ব্লু এনার্জি ডিংক সহ ০১ জন চোরাকারবারী আটক৷ পুলিশ সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি (শনিবার) রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক দ্রব্য অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত্বে নিজপাট ইউপি’র গৌরীশংকর গ্রামের কাজী নুর উদ্দিনের ছেলে কাজী ফয়সল (২২) এর বসত ঘরে অভিযান পরিচালনা করে চোরাইপথে ভারত হতে নিয়ে আসা ৪৮০ ক্যান রেড ব্লু এনার্জি ডিংক আটক করা হয়৷ এসময় চতুর চোরাকারবারী পালিয়ে যায়৷ অপরদিকে ২০ ফেব্রুয়ারি (রবিবার) রাত ০৯:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে চোরাকারবারী দলের সদস্য কাজী ফয়সল (২২) কে আটক করে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ (বি) এর ০১ (বি) ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমেদ ভারতীয় ৪৮০ ক্যান রেড ব্লু এনার্জি ডিংক সহ ০১ জন চোরাকারবারী কাজী ফয়সল আটকের বিষয় নিশ্চিত করেন৷ মামলা দায়ের পূর্ব আটককৃত কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।