নয়ন ঘোষ আমের রাজধানীখ্যাত শিবগঞ্জ উপজেলার কানসাট রাজার বাগানে বঙ্গবন্ধু ম্যাংগো মিউজিয়াম পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নুরু। আজ রবিবার দুপুরে তাঁর বোন মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিয়া আলমকে সঙ্গে নিয়ে পরিদর্শনে আসেন তিনি। এ সময় বীরমুক্তিযোদ্ধা আবদুল হক নুরু বলেন, শিবগঞ্জ উপজেলার আমের ঐতিহ্যকে ধরে রাখতে অন্যন্য উদাহরণ হচ্ছে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম। আমাদের মতো বাইরে থেকে দর্শনার্থীরা এলে আমের বিভিন্ন জাত সর্ম্পকে ধারণা পাবে। বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম নির্মাণে স্থানীয় প্রশাসনের প্রশংসার কথা উল্লেখ করে তিনি বলেন, এটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর ও তোহাখানা ঘুরে দেখেন তারা।