ইমদাদুল হোসেন খান: সভাপতি ও মখলিছ মিয়া : সাধারণ সম্পাদক বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: এশিয়ার বৃহত্ততম গ্রাম বানিয়াচং-এ প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির আবারও ইমদাদুল হোসেন খান সভাপতি মখলিছ মিয়া সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। দি ডেইলি ট্রাইব্যুনালের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সংবাদ’র বানিয়াচং উপজেলা প্রতিনিধি ইমদাদুল হোসেন খান এবং দৈনিক মানবজমিন’র বানিয়াচং উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া কে বানিয়াচং প্রেসক্লাবের কমিটি স্বতঃস্ফুর্ত ভাবে পুনর্গঠন করা হয়েছে। বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে গঠনকৃত ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ১৪ টি পদ পূরণ করে ৩ টি নির্বাহী সদস্যপদ পরবর্তীতে কো-অপ্টের জন্য খালি রাখা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শেখ জুবায়ের জসিম (যায়যায়দিন) ও নজরুল ইসলাম তালুকদার (আলোকিত বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল (প্রভাকর), কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ (আলোচিত কণ্ঠ), দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম অপু (প্রভাকর), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব (লাল সবুজের বাংলা), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকলিছুর রহমান সাগর (হবিগঞ্জ সময়), নির্বাহী সদস্য সেলিম মিয়া (হবিগঞ্জ এক্সপ্রেস), একে আজাদ (সময় টিভি), পিয়ানুর আহমেদ হাসান (বাংলাদেশ সময়), হাবিবুর রহমান মাসুক (অন্যদিগন্ত) ও হৃদয় হাসান শিশির (আমার হবিগঞ্জ)। বানিয়াচং উপজেলার সকল স্তরের জনগণ পুনঃরায় কমিটিকে আবারও সাদরে গ্রহণ করে নিল।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024