মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সুশিক্ষিত জাতি গড়ার ক্ষেত্রে বিশ্বে রোল মডেল। শেখ হাসিনার দূরদর্শিতার ফলে শিক্ষা ব্যবস্থাসহ সর্বক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সম্ভব হচ্ছে। ২৪ ফেব্রুয়ারী সকালে পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এদিকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রমের ব্যবস্থা করায় মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে কৃতজ্ঞতা জানান।
সর্ম্পকিত খবর সমূহ..
September 7, 2024