এ .এইচ. রিপন ভোলা দক্ষিণ প্রতিনিধি. ভোলার লালমোহনে ৬০ লক্ষাধিক টাকা ব্যয়ে পুকুর খনন ও সৌন্দর্যবর্ধন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের মদন মোহন জিউ মন্দিরসংলগ্ন ভূমি অফিসের খাস পুকুরটির সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে মদন মোহন জিউ মন্দিরে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, মদন মোহন জিউ মন্দিরের সহ-সভাপতি কালীপদ দাসসহ অনেকে। সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পের আওতায় ও লালমোহন এলজিইডির বাস্তবায়নে ৬০ লাখ ৩৫ হাজার ৬৪৫ টাকা ব্যয়ে পুকুর খনন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। সৌন্দর্যবর্ধনের মধ্যে রয়েছে- তিনটি ঘাটলা, ৩০০ মিটার ওয়াকওয়ে, ১২টি সিট বেঞ্চ, ২০০টি ফলদ গাছ ও ১০০টি নারিকেল গাছ লাগানো। এছাড়া ২৮৫ মিটারে ঘাস লাগানো হবে।