তাহিরপুর প্রতিনিধি সুনামগঞ্জ। সুনামগঞ্জের তাহিরপুরে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার সর্বোচ্চ অর্ধ কোটি (৫০ লাখ) টাকায় ইজারা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে সর্বোচ্চ ৫০ লাখ টাকা নিলাম মূল্যে ১৪২৯ বাংলা সনের ১ বৈশাখ হতে ৩১ চৈত্র এক বছরের জন্য বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের ইজারাপ্রাপ্ত হন উপজেলার কুনাটছড়া গ্রামের বালু পাথর ব্যবসায়ী মিজানুর রহমান খোকন। বিগত ১৪২৮ বাংলা সনে একই বাজার ইজারাপ্রদান করা হয় ১২ লাখ টাকা নিলাম মূল্যে। যা চলমান ১৪২৯ বাংলা সনে নিলামে ৩৮ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আয় হচ্ছে সরকারের। বুধবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র কার্যালয় সুত্রে জানা গেছে, বুধবার উপজেলার অন্যান্য হাট বাজার নিলামকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার ১৪২৯ বাংলা সনে এক বছরের জন্য ইজারা নিতে সিডিউল ক্রয়ের পর চার জন নিলাম ডাকে অংশগ্রহণ করেন। এরপর সর্বোচ্চ ৫০ লাখ টাকায় নিলাম গ্রহিতা হিসাবে মিজানুর রহমান খোকনকে আগামী এক বছরের জন্য বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট ইজারা প্রদান করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির জানান, উপজেলার বাদাঘাট বাজারের ইজারাদার মিজানুর রহমান খোকন নির্ধারিত সময়ের মধ্যে নিলাম মূল্যের সাথে আরো অতিরিক্ত ২৫% ভ্যাট আয়কর নির্ধারিত ব্যাংকে চালান পত্রের মাধ্যমে সরকারি নিলাম মূল্য জমা দেয়ার পর তাকে তহশীলদার বাজারের টোল আদায়ে দখলস্বত্ব বুঝিয়ে দেবেন।