নিয়াজ মাহমুদ জয়, ভোলা জেলা প্রতিনিধি: বোরহানউদ্দিন উপজেলার জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আরও জানা যায় – হাকিমুউদ্দিন ঘাটে ফরিদ দালালের ঘরে জুয়ার আসর বসে, নিয়ন্ত্রণ করে আমীর চৌধুরী তার নেতৃত্বে প্রতিদিন রাত ৯ টার পর এই আসর বসে। আমীর চৌধুরী জুয়ার আসর থেকে প্রতিদিন খাজনা কালেকশন উঠায় এমনও অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী ) সকাল ১১ টার দিকে জুয়া আইন ৩/৪ মামলায় ভোলা আদালতে তাদের সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার রাত ১১টা ৩০ মিনিটে (২৩ ফেব্রুয়ারী ) রাতে এসআই মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ও টবগী ইউনিয়নের৷ ১আমীর চৌধুরী (৩২). ২, রিপন (২৮) ৩, ইলিয়াস( ২৮) ৪, হাসনাইন (২৪) ৫, সবুজ(২৬) ৬, ফিরোজ (৪০) ৭, মিলন (৪০) ৮, নুরেআলম(৪০) ৯, রহিম( ৫২) ১০, বশার(৪৫) ১১, ইকবাল(৩৫) ১২, রাজিব (৩৫) ১৩, সেলিম( ৩৫) ১৪, ইমাম( ২৫) ১৫, জসিম (৩৫) ১৬, খোকন( ৩০) ১৭,শাহেআলম( ৪৪) ১৮, ইব্রাহিম (৪৫) ১৯, আঃ মালেক ওরফে মানিক সওদাগর (৪৩) ২০, নসু মিয়া(৭০) বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির (বিপিএম) দৈনিক সত্য সংবাদ বোরহানউদ্দিনের প্রতিনিধিকে জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বোরহানউদ্দিন উপজেলার টবগী ও হাসান নগর ইউনিয়নের একদল লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে। পরে সেখানে এসআই মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে পুলিশ পাঠিয়ে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, জুয়ার আখড়া থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০,০০০/(দশ হাজার টাকাসহ ২০ জুয়াড়িকে আটক করা হয়।
সর্ম্পকিত খবর সমূহ..
September 9, 2024