মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরে পাগলের লাঠির আঘাতে নবিছদ্দিন ফকির (৭০) নামের বিশিষ্ট মুদি ব্যাবসায়ী আহত হয়েছেন। নবিছদ্দিন ওরফে (ফকির) মেহেরপুরে হোটেলবাজার মোড়ের নবিছদ্দিন ষ্টোরের পরিচালক। স্থনীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। স্থানীয়রা জানান নবিছদ্দিন আজ শনিবার দুপুর ১ টার দিকে যোহরের নামাজ আদায়ের জন্য দোকান থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় রাস্তায় বসে থাকা আলিহিম পাগল তার হাতে থাকা কাঠের লাঠি দিয়ে নবিছদ্দিনের মাথায় আঘাত করে। কাঠের লাঠির আঘাতে নবীছদ্দীন রক্তাত্ব অবস্থায় রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা নবিছদ্দিকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ব্যবসায়ী নবিছদ্দিনের মাথায় ৮ টা শিলাই হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে তার অবস্থা এখন শংকা মুক্ত। মেহেরপুর সদর থানার ডিউটিরত আফিসার জানান বিষয় শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সর্ম্পকিত খবর সমূহ..
September 10, 2024
September 10, 2024
September 10, 2024