মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ সারা দেশের মত ভোলার লালমোহন করোনার টিকা নিতে প্রত্যেক কেন্দ্র কেন্দ্র সাধারণ মানুষের ভীড় ছিল চোখে পরার মত। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে এই টিকা নিতে আসা সাধারণ মানুষের যাতে কোন হয়রানি না হয় এই জন্য, প্রত্যেক কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে ছিলেন, উপজেলার অফিসারগণ। এর মধ্যে কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ন ভবনের রেলিং ভেঙ্গে টিকা নিতে আসা দুই বৃদ্ধা মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসা চলে যান। ফরিদা ইয়াছমিনকে আশঙ্কা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকি ৬ জন লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদেরকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন লালমোহন নির্বাহী অফিসার এর প্রতিনিধি আঃ মাজেদ শাহ। এই ঘটনার পরেও কোন ভাবে সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়া আগ্রহ কমেনি, বরং সকলে সাহসী কতার সাথে টিকা নিয়েছেন।