আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি রাজাপুরে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সবাই আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, নির্বাচন কর্মকর্তা মো. আবু ইউসুব, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024