তাহিরপুর প্রতিনিধি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নবনির্বাচিত সাত ইউপি চেয়ারম্যান শপথ গ্রহন করেছেন। মঙ্গলবার (১ মার্চ) বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্টান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম, তাহিরপুর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির প্রমুখ। শপথ গ্রহণ করা সাত ইউপি চেয়ারম্যান হলেন- বালিজুরি ইউনিয়নে জনতার চেয়ারম্যান বিশিষ্ট ব্যাবসায়ী, বিশিষ্ট দানবীর যুব সমাজের আইকন জনাব আজাদ হোসাইন। বাদাঘাট ইউনিয়নে বিশিষ্ট ব্যাবসায়ী মো. নিজাম উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়নের মো. মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়নে বিশিষ্ট সমাজ সেবক জনাব ইউনুছ আলী, শ্রীপুর উত্তর ইউনিয়নে তাহিরপুর উপজেলা বি এনপির সহ সভাপতি আলী হায়দার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিশিষ্ট সমাজ সেবক ও সেচ্চাসেবক দল তাহিরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আলী আহমদ মুরাদ। তাহিরপুর সদর ইউনিয়নে জনাব জুনাব আলী। শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত সাত ইউপি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।