মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, বাংলাদেশ আবহমানকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধর্মের মূল বাণীই হচ্ছে নানা জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখা। কক্সবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতিকে যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। তিনি আজ বিকেলে কক্সবাজারে “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ। জেলা প্রশাসন আয়োজিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য মনোরঞ্জন শীল, সংসদ সদস্যা কানিজ ফাতেমা আহমেদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অধ্যাপিকা এথিন রাখাইন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। সমাপনী বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফাহমিদা বেগম।