মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সুশিক্ষায় শিক্ষিত জাতি গড়তে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভূমিকা বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃত। শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণসহ সকল ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদান করে আসছেন। যা অন্য কোন দেশের ক্ষেত্রে অকল্পনীয়। তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনার অবদান অপরিসীম। বুধবার দুপুর ১২টায় লালমোহন উপজেলাধীন বদরপুর নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়’র ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্ভোধনী ক্লাস এর শুভ উদ্বোধন, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শাওন আরো বলেন, নবীন হিসেবে এলেও তোমরাই একদিন দেশের সুনামর্জনে অবদান রাখবে। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মহিবুল্লাহ’র সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম , উপাধক্ষ্য মোঃ রফিকুল ইসলাম মলিন ,ওসি মাকসুদুর রহমান মুরাদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাত্র – ছাত্রী অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর সমূহ..
September 7, 2024