ইমরান আহমদ মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন। জৈন্তাপুরের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থায় গণজোয়ার সৃষ্টি করতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভবন নির্মাণ, শেখ রাসেলে ডিজিটাল ল্যাব, কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ সেন্টার সহ বিভিন্ন শিক্ষা উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সেই সাথে দেশ মধ্যম আয়ের দেশ হতে উন্নত দেশে পরিণত হতে চলছে। শুধু তাই জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা চেতনায় বাংলাদেশে একের পর এক মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। অচিরেই এ সকল প্রজেক্টের সুযোগ সুবিধা ভোগ করবে দেশের প্রতিটি নাগরিক। সেজন্য আমারও শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ও কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকায় ইতোমধ্যে শতভাগ বিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়ন করেছি। শিক্ষা ব্যবস্থায়, কৃষি উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।