হেলাল হোসেন কবির: বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রনেতা লালমনিরহাট সদর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মন্টু (৭০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (৪ মার্চ) বাদ আসর লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। পরে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
সর্ম্পকিত খবর সমূহ..
September 9, 2024