মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মানুষ স্বপ্নের চেয়ে বড়, আর সে স্বপ্নকে বাস্তবায়নে লেখা পড়ার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। তিনি আরো বলেন শিক্ষিত প্রজন্মের বিকল্প নেই। বর্ণিল আয়োজেনে লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নবীন বরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে এ উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই ও ব্যাগ বিরতণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. নুরুল আমিন শাহাজান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-০৩(লালমোহন-তজুমদ্দন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম তৈরী করা।এজন্য প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ছুঁতে হলে উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করতে হবে। ভালো ফলাফলের জন্য সময় নষ্ট করা যাবে না। একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হতে হলে উচ্চ শিক্ষা যেমন দরকার তেমনি নৈতিকতা শিক্ষারও প্রয়োজন রয়েছে। এসময় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাওনের পত্নী ফারজানা চৌধুরী রত্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফররুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জু তালুকদার, আ.ন.ম.মোঃ শাহজামাল দুলাল, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসাইন, নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ, উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম মলিন, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুল্ল্যাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, ছাত্রছাত্রীসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি ও তার পত্নী ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে বই ও ব্যাগ বিতরণ করেন। আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানের পর ঢাকা থেকে আগত শিল্পিরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিগণ উপভোগ করেন। এতে কৌতুক, নাছ, গান দিয়ে নবাগত ছাত্রছাত্রীদের মাতিয়ে তুলেন শিল্পীরা।