হেলাল হোসেন কবির: নিত্য প্রয়জনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন লালমনিরহাট জেলা বিএনপি।
আজ ১২মার্চ (শনিবার) বিকেলে বড়বাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠান থেকে বর্তমান সরকারের
দ্রুব্যমুল্যের লাগামহীন উর্ধগতির বিষয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা।
এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভগ) ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বড়বাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপি। সেখানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের বাবলা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন
আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে দ্রব্য মুল্যের চড়া দামের কারনে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। বিএনপির আমলে ৪৫ টাকা ছিলো সয়াবিন। গত বছরেও ৮০ টাকা আর বর্তমানে ২০০ টাকা ছুঁই ছুঁই সয়াবিন তেলের দাম। সরকারের কোনো ব্যাক্ষা নেই কারণ সমস্ত সিন্ডিকেট সরকারের। তাই এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না ।এছাড়া সমাবেশে সরকারের নানা সমালোচনা করে তিনি ভিন্ন ভিন্ন ঈঙ্গিত দেন উপস্থিত নেতা-কর্মীদের।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এ.কে.এম মমিনুল হক,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ জেলা ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক এবং বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।