রুহুল আমিন পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বহিঃস্থ বরিশাল ক্যাম্পাসের এএনএসভিএম অনুষদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। আজ রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়।
এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড.মো:আহসানুর রেজা, প্রভোস্ট,সহকারী প্রভোস্ট, সহকারী প্রক্টর,বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ প্রফেসর ড.মো: আহসানুর রেজা বলেন, তোমরা নবীনরা যারা এএনএসভিএম অনুষদে ভর্তি হয়েছো তাদের প্রত্যেককে অভিনন্দন।
তোমরা যারা এখানে ভর্তি হয়েছো প্রত্যেককে একটা স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছো। আমি আশা রাখি তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে।
প্রফেসর ড.মো:আব্দুল মতিন নবীনদের মাঝে বিভিন্ন দিকনির্দেশনা, বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, হলের নিয়মকানুন প্রজেক্টেরের মাধ্যমে তাদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দরাও তাদের বক্তব্যে নবীনদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এসময় ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের মাধ্যমে বরণ করে নেয়। শিক্ষক-শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের সার্বিক সহযোগি করা এবং র্যাগিং মুক্ত ক্যাম্পাস ঘোষণা করেন।