মোঃ মজিবর রহমান শেখ,১৪ মার্চ সোমবারের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে পণ্যদ্রব্যের মূল্য তদারকি করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির (বিশেষ করে সয়াবিন তেলের) মূল্য স্থিতিশীল রাখা, পণ্যদ্রব্যের মূল্য তালিকা না টাঙানো, দোকানে বেআইনী পণ্য সংরক্ষণ–বিক্রয় করা ইত্যাদি অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না টাঙানো ও অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে ৪ টি দোকানের মালিককে ৮,০০০/- (আট হাজার) টাকা এবং টিসিবি’র পণ্য সংরক্ষণ/বিক্রয় করার অপরাধে ১ টি দোকানের মালিককে ২০,০০০/- (বিশ হাজার) টাকা, মোট ৫ টি মামলায় ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জরিমানার আদায়কৃত অর্থ যথানিয়মে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। বালিয়াডাঙ্গী
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল আনাম ও বালিয়াডাঙ্গী থানার পুলিশ সদস্যগণ, মোবাইল কোর্টের পেশকার চান প্রসাদ সিংহ এবং উপজেলা প্রশাসনের স্টাফগণ অংশগ্রহণ করেন। নিরাপদ পণ্য নিশ্চিত করা এবং পণ্যদ্রব্যের বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।